Award & Certification

অ্যাওয়ার্ড জিতেছে ফলিয়া ওয়াটার

বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজারে উদ্ভাবনী পণ্য আনার স্বীকৃতিস্বরূপ ‘হেলথ অ্যান্ড ওয়াশ’ বিভাগে সংকল্প গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২১ পেয়েছে ফলিয়া ওয়াটার। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইনটেলেক্যাপ ২০০৯ সালে সংকল্প গ্লোবাল অ্যাওয়ার্ড সিস্টেম চালু করে ইনডিয়ায়। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের আড়াই শর বেশি উদীয়মান উদ্যোগের সঙ্গে ফেলিয়াও সংকল্প গ্লোবাল সামিটে অংশ নেয় এবং হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরে সেরা ‘প্রভাবশালী উদ্যোগ ২০২১’ পুরস্কার জয় করে। ১২ থেকে ১৪ অক্টোবর ১৩তম সংকল্প গ্লোবাল সামিটে এ পুরস্কারের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।...

Folia Water wins The Sankalp Global Award 2021

Folia Water from Bangladesh has won the Sankalp Global Award 2021 in the ‘Health and Wash’ category for bringing innovation to the mass consumer goods market, according to an announcement.

SANKALP is a global award system initiated in India in 2009 by Intellecap to achieve the UN Sustainable Development Goals by 2030 across the Global South...