অ্যাওয়ার্ড জিতেছে ফলিয়া ওয়াটার

বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজারে উদ্ভাবনী পণ্য আনার স্বীকৃতিস্বরূপ ‘হেলথ অ্যান্ড ওয়াশ’ বিভাগে সংকল্প গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২১ পেয়েছে ফলিয়া ওয়াটার। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইনটেলেক্যাপ ২০০৯ সালে সংকল্প গ্লোবাল অ্যাওয়ার্ড সিস্টেম চালু করে ইনডিয়ায়। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের আড়াই শর বেশি উদীয়মান উদ্যোগের সঙ্গে ফেলিয়াও সংকল্প গ্লোবাল সামিটে অংশ নেয় এবং হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরে সেরা ‘প্রভাবশালী উদ্যোগ ২০২১’ পুরস্কার জয় করে। ১২ থেকে ১৪ অক্টোবর ১৩তম সংকল্প গ্লোবাল সামিটে এ পুরস্কারের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।